ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ৬ মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ
ময়মনসিংহ (০৫ সেপ্টেম্বর): ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় এক কিশোরসহ ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ২ জন এবং করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৪ জন মারা যান।
এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় জেলাটিতে ২২২ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। সে হিসেবে শনাক্তের হার ৯ দশমিক ৯ শতাংশ।
আজ রবিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের (ফোকাল পার্সন) আবাসিক কর্মকর্তা ডা. মোহাম্মদ মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করছেন।
তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে মৃতরা হলেন— ময়মনসিংহের ফুলপুর উপজেলার আব্দুল বারেক (৬৮) ও শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মো. সোলায়মান (৭৩)।
করোনায় মৃতদের একজন ময়মনসিংহ জেলার এবং অপরজন শেরপুর জেলার অধিবাসী।
এদিকে, উপসর্গ নিয়ে মৃতরা হলেন— ময়মনসিংহ সদরের পূর্ণিমা (৫০), ভালুকা উপজেলার মেহেরুন্নেসা (৭৫), আমেনা (৮০) ও ফুলপুর উপজেলার তোফাজ্জল (৭০)।
করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনই ময়মনসিংহ জেলার বাসিন্দা।
ডা. মোহাম্মদ মহিউদ্দিন খান মুন আরও জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৩৭ জন। এর মধ্যে ৮ জন আইসিইউতে আছেন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৪ জন ও সুস্থতা অর্জন করে বাড়ি ফিরেছেন ১৭ জন।
এদিকে, ময়মনসিংহ জেলা সিভিল ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ২২২ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৯ শতাংশ।
প্রসঙ্গত, এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৩১৮ জন এবং সুস্থ হয়েছেন ১৯ হাজার ৭২৯ জন।