ইলিশ উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
চাঁদপুর প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি: সংগৃহীত
চাঁদপুর (০৪ সেপ্টেম্বর): শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এ বছর নদীতে ইলিশ উৎপাদন কিছুটা কমেছে। তবে, এর আগে ক্রমাগতভাবে ইলিশের উৎপাদন বেড়েছে। এ বছর ঠিক কী কারণে ইলিশের উৎপাদন কমেছে তার কারণ খতিয়ে দেখা হবে।
গতকাল শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. দীপু মনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, কী কারণে ইলিশের উৎপাদন কমেছে, এটি মৎস্য বিষেষজ্ঞরা আমাদেরকে গবেষণার মাধ্যমে পরামর্শ দিলে, সে অনুযায়ী আমরা নিয়শ্চয়ই উদ্যোগ গ্রহণ করতে পারব।
দীপু মনি বলেন, আমরা সব-সময় বঙ্গবন্ধু কন্যা প্রধামন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় একসঙ্গে কাজ করেছি। তার নির্দেশনায় কাজ করে বিগত বছরে ইলিশের উৎপাদন ক্রমাগতভাবে বহুগুণ বৃদ্ধি করতে পেরেছি। এ বছর ইলিশ উৎপাদন কম হওয়ার নিশ্চয়ই কোনো প্রাকৃতিক কারণ থাকতে পারে। বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করেই এই সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করা হবে।