আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমানের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

ছবি: পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ. কে. আব্দুল মোমেনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. লুৎফুর রহমানের প্রতি আওয়ামী লীগ নেতৃত্ববৃন্দের শ্রদ্ধা জ্ঞাপন
ঢাকা (০৩ সেপ্টেম্বর): যুক্তরাজ্য সফররত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ. কে. আব্দুল মোমেনের পক্ষ থেকে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. লুৎফুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃত্ববৃন্দ।
আজ শুক্রবার সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে মরহুম অ্যাডভোকেট মো. লুৎফুর রহমানের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দীন আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও অধ্যাপক সুজাত আলী রফিক, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, পররাষ্ট্রমন্ত্রীর অফিস কর্মকর্তা রুবেল আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।