শুক্রবার

০৭ নভেম্বর ২০২৫


২৩ কার্তিক ১৪৩২,

১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

নরসিংদীতে গণপিটুনিতে ২ ডাকাত নিহত

নরসিংদী প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:০৯, ২৫ নভেম্বর ২০২০  
নরসিংদীতে গণপিটুনিতে ২ ডাকাত নিহত

ছবি: ফাইল ফটো

নরসিংদী (২৫ নভেম্বর): নরসিংদীর শিবপুরে গণপিটুনিতে সন্দেহভাজন দুই ডাকাত নিহত হয়েছে। মঙ্গলবার রাতের এ ঘটনায় মানিক মিয়া নামে এক ডাকাতকে আহতাবস্থায় আটক করেছে পুলিশ।

শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের মুরগীবেড় গ্রামে রাত ৩টার দিকে গণপিটুনিতে নিহতদের মধ্যে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার কমলপুর এলাকার আমিনুল হকের ছেলে সোহেল মিয়ার পরিচয় জানা গেছে। আটক মানিক কুলিয়ারচর উপজেলার পশ্চিম আব্দুল্লাহপুর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। বুধবার সকালে শিবপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আবুল কালাম বলেন, রাত দেড়টার দিকে একদল অস্ত্রধারী ডাকাত শিবপুরের জয়নগর গ্রামের কাপড় ব্যবসায়ী হারুন এবং তার দুই ভাই গোলজার ও কাঞ্চনের বাড়িতে ডাকাতি করে কয়েক লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। শেষে পাশে যোশর ইউনিয়নের মুরগীবেড় গ্রাম হয়ে পালানোর সময় গ্রামের পাহারাদারদের সন্দেহ হয়। এ সময় গ্রামবাসী জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করলে তারা পাল্টা হামলার চেষ্টা করে। এক পর্যায়ে গ্রামবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

নিহতদের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত সোহেলের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়