রোববার

১২ মে ২০২৪


২৯ বৈশাখ ১৪৩১,

০৩ জ্বিলকদ ১৪৪৫

খুলনা বিভাগে করোনায় একদিনে সর্বোচ্চ ৪৬ মৃত্যু

খুলনা ব্যুরো || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:১৯, ৪ জুলাই ২০২১  
খুলনা বিভাগে করোনায় একদিনে সর্বোচ্চ ৪৬ মৃত্যু

ছবি: সংগৃহীত

খুলনা (০৪ জুলাই): মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু খুলনা বিভাগে আশঙ্কাজনকহারে বেড়েই বলেছে। এ বিভাগের ১০ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগটিতে মারা গেছেন ৪৬ জন মানুষ। এ সময়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৪ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা আজ রবিবার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র থেকে জানা যায়, খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে খুলনা জেলায় ১৫ জন, কুষ্টিয়ায় ১৫ জন, যশোরে ৭ জন, মাগুরায় ২ জন, ঝিনাইদহে ২ জন, চুয়াডাঙ্গায় ২ জন এবং সাতক্ষীরা, বাগেরহাট  ও মেহেরপুরে ১ জন করে রয়েছেন।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণের শুরু থেকে শনিবার সকাল পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় মোট আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৬০ হাজার ৫৬৪ জন। এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২১৪ জন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়