রোববার

১২ মে ২০২৪


২৯ বৈশাখ ১৪৩১,

০৩ জ্বিলকদ ১৪৪৫

সপ্তাহে ৩ দিন বেনাপোল দিয়ে দেশে ফেরা যাবে

ভারত ফেরতদের সময়সীমা সক্ষিপ্ত করা হল

যশোর প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:১৭, ৪ জুলাই ২০২১   আপডেট: ১৯:১৯, ৪ জুলাই ২০২১
সপ্তাহে ৩ দিন বেনাপোল দিয়ে দেশে ফেরা যাবে

ছবি: সংগৃহীত

যশোর (০৪ জুলাই): করোনা রোধে যশোরের বেনাপোল স্থলবন্দরে সংক্ষিপ্ত করা হয়েছে ইমিগ্রেশন কার্যক্রম। ভারত থেকে এখন থেকে সপ্তাহে তিন দিন বাংলাদেশি পাসপোর্টধারীরা ফিরতে পারবেন এই বন্দর দিয়ে। ওই তিন দিন হল— প্রতি সপ্তাহে রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার।  

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি বেনাপোল ইমিগ্রেশনে পাঠানো হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইমিগ্রেশন ওসি আহসান হাবিব।

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি অবনতি হওয়ায় স্থলপথে ভারত-বাংলাদেশের মধ্যে এ সংক্ষিপ্ত সময়সীমা করা হয়েছে বলে জানা গেছে।  

এর পূর্বে, গত ৮ মে এক নির্দেশনার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত যাত্রী সময়সীমা নির্ধারণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি অবনতি হওয়ায় স্থলপথে ভারত ভ্রমণে গত ২৩ এপ্রিল নিষেধাজ্ঞা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে নিষেধাজ্ঞার আগে চিকিৎসা, ব্যবসা ও শিক্ষাগ্রহণে ভারতে আটকেপড়া যাত্রীরা বাংলাদেশ দূতাবাসের ছাড়পত্র নিয়ে ফেরার ব্যবস্থা রাখা হয়।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়