রোববার

১২ মে ২০২৪


২৯ বৈশাখ ১৪৩১,

০৪ জ্বিলকদ ১৪৪৫

উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু

কুষ্টিয়ায় করোনায় একদিনে রেকর্ড ১৫ জনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:৩৬, ৪ জুলাই ২০২১   আপডেট: ১৭:৪১, ৪ জুলাই ২০২১
কুষ্টিয়ায় করোনায় একদিনে রেকর্ড ১৫ জনের মৃত্যু

ফাইল ছবি, সংগৃহিত

কুষ্টিয়া (০৪ জুলাই): কুষ্টিয়া জেলায় করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ‘কঠোর লকডাউনের মধ্যেও বেড়ে চলেছে মৃত্যুর মিছিল। জেলাটতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৫ জন মারা গেছেন। এবং এ সময়ে করোনার উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। 

মৃতদের মধ্যে কুষ্টিয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে করোনায় আক্রান্ত ১৩ জন ও উপসর্গে ৬ জন। এ ছাড়া, কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় ১ জন ও নিজ বাড়িতে করোনায় ১ জনের মৃত্যু হয়। জেলাটিতে ২৪ ঘণ্টায় এটাই সর্বোচ্চ মৃত্যু।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন আজ রবিবার করোনা ইউনিটে ১৯ জনের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ।

অপরদিকে, কুমারখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন করোনাভাইরাসে আক্রান্ত একজন এবং বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন করোনা রোগীর দুইজনের বাড়িই নন্দলালপুর ইউনিয়নে। কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আকুল উদ্দিন করোনা আক্রান্ত দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

২৫০ বেডের করোনা ডেডিকেটেড হাসপাতাল সূত্রে জানা যায়, সেখানে এখন শয্যার চেয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩ জনে। যার মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যাই ২০৫ জন।  এবং করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৬৮ জন।

উল্লেখ্য, কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৬০৯টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ১৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সে হিসাবে শনাক্তের হার ৩১ দশমিক ৬৯ ভাগ। 

এ নিয়ে জেলাটিতে করোনাভাইরাসে আক্রান্ত হিসাবে শনাক্ত হল ৮ হাজার ৪৭৫ জনে। যার মধ্যে সুস্থতা লাভ করেছেন ৫ হাজার ৬৮৯ জন। আর, এ পর্যন্ত মারা গেছেন ২৩০ জন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়