রোববার

১২ মে ২০২৪


২৯ বৈশাখ ১৪৩১,

০৪ জ্বিলকদ ১৪৪৫

‘কঠোর লকডাউন’

ময়মনসিংহে দুইদিনে ৭৩৪টি মামলা, সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

ময়মনসিংহ প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:৪১, ৩ জুলাই ২০২১   আপডেট: ২১:৩০, ৪ জুলাই ২০২১
ময়মনসিংহে দুইদিনে ৭৩৪টি মামলা, সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ময়মনসিংহ (০৩ জুলাই): করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী সাত দিনের কঠোর বিধিনিষেধের (লকডাউন) দ্বিতীয় দিনে ময়মনসিংহে কড়া অবস্থানে রয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। আর এ বিধিনিষেধ অমান্য করায় গত দু’দিনে জেলাটির বিভিন্ন এলাকায় ৭৩৪টি মামলায় ৫ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সরেজমিনে দেখা যায়, ময়মনসিংহ নগরীসহ জেলার উপজেলাগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকায় রাস্তা-ঘাট ফাঁকা। গত দু’দিন আগেও ময়মনসিংহ নগরীর যেসব সড়কে চিরচেনা যানজট লেগে থাকত এখন সেসব সড়কে নেই মানুষের জটলা, নেই যানবাহন। সড়কগুলো এখন প্রায় জনশূন্য বললেই চলে।

গতকাল শুক্রবার সকাল থেকেই নগরীর প্রত্যেকটি প্রবেশ মুখ ও গুরুত্বপূর্ণ মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হয়ে সঠিক কারণ দেখাতে না পারায় অনেককেই আর্থিক জরিমানা গুণতে হয়েছে। ওষুধ ও নিত্যপণ্য ছাড়া প্রায় সব দোকানপাট বন্ধ রয়েছে। নগরীর প্রধান প্রধান রাস্তাগুলো রয়েছে ফাঁকা। 

তবে, এত কিছুর পরও বিধিনিষেধ না মানায় গত দু’দিনে জেলার বিভিন্ন এলাকায় ৭৩৪টি মামলায় ৫ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক জানান,গত দু’দিনে জেলার বিভিন্ন এলাকায় ৭৩৪টি মামলায় ৫ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, ৩৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতসহ সেনাবাহিনীর দশটি, বিজিবির আটটি র‌্যাবের দুইটি ও পুলিশের ১৮টি মোবাইল টিম মাঠে তৎপর রয়েছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়