রোববার

১২ মে ২০২৪


২৯ বৈশাখ ১৪৩১,

০৪ জ্বিলকদ ১৪৪৫

ময়মনসিংহ মেডিকেলে করোনায় একদিনে সর্বোচ্চ রেকর্ড ১৪ মৃত্যু 

ময়মনসিংহ প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:১৭, ২ জুলাই ২০২১  
ময়মনসিংহ মেডিকেলে করোনায় একদিনে সর্বোচ্চ রেকর্ড ১৪ মৃত্যু 

ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ময়মনসিংহ (০২ জুলাই): ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ রেকর্ড ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতজন করোনায় এবং সাতজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন। 

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন— ময়মনসিংহ সদর উপজেলার তাসলিমা বেগম (২৮), ত্রিশাল উপজেলার সুরুজ আলী (৫০), জামালপুর সদর উপজেলার আজিজুন নাহার (৩২), সরিষাবাড়ী উপজেলার সেলিনা বেগম (৪০), শেরপুরের মোহাম্মদ হানিফ মিয়া (৬০), নেত্রকোণার প্রীতিলতা (৮৫) এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার কোহিনূর বেগম (৩৮)। 

তিনি বলেন, এ ছাড়াও করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন— ময়মনসিংহ সদর উপজেলার আকুয়ার মোস্তাফিজুর রহমান (৬৫), সদরের আব্দুল মতিন (৫৮), আব্দুস সামাদ (৪৪), দীঘারকান্দার বিসুতুপ সাহা (৬৮), ফুলবাড়ীয়া উপজেলার নাসিমা বেগম (৩৫), শেরপুর সদরের মোহাম্মদ আব্দুল জলিল (৭৫) এবং যশোরের ঝিকরগাছার জুলফিকার আলী (৮২)।

ডা. মহিউদ্দিন খান মুন আরও বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ১৩ জনসহ ২৩৮ জন রোগী চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৪২ জন ও সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।’

অপরদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৬২১ নমুনা পরীক্ষায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৪৭ জন।’

জেলায় শনাক্তের হার ২৩ দশমিক ৬৭ শতাংশ বলেও জানান তিনি।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়