শনিবার

১১ মে ২০২৪


২৮ বৈশাখ ১৪৩১,

০৩ জ্বিলকদ ১৪৪৫

লক্ষ্মীপুর বজ্রপাতে একদিনে ১৯ মহিষের মৃত্যু

 লক্ষ্মীপুর প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:২২, ২ জুলাই ২০২১   আপডেট: ১৭:৪৬, ২ জুলাই ২০২১
লক্ষ্মীপুর বজ্রপাতে একদিনে ১৯ মহিষের মৃত্যু

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর (০২ জুলাই): লক্ষ্মীপুরের রায়পুরে বজ্রপাতে ১৯ মহিষের মৃত্যু হয়েছে। বুধবার রাতে রায়পুরের মেঘনা নদীর তীরবর্তী টুনিরচরে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত মহিষগুলো উদ্ধার করা হয়। 

পরে মহিষগুলো মেঘনায় ভাসিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রায়পুরের প্রাণিসম্পদ কর্মকর্তারা।।

ওই মৃত মহিষগুলোর মালিক হলেন রায়পুরের দক্ষিণ চরবংশী ইউনিয়নের টুনিরচর গ্রামের আলী হোসেন, দুলাল বোহাদ্দার, জাহাঙ্গীর, ইউসুফ ও বরিশালের জাহাঙ্গীর আখন্দ।

দুলাল পোদ্দার জানান, রায়পুরের মেঘনায় জেগে ওঠা টুনিরচরে তারা গত ৩০ বছর বেশি সময় ধরে মহিষ পালন করে আসছেন। ব্যক্তিগত উদ্যোগে সেখানে তারা উচুঁ মাটির ভিটে তৈরি করেছেন। জোয়ার এলে চরের মহিষগুলো সেখানে আশ্রয় নেয়। কিন্তু বুধবার রাতে মেঘনার বজ্রপাতে বাছুরসহ ১৯টি মহিষ মারা যায়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১৯ লাখ টাকা। 

তিনি আরও জানান, ওই মহিষগুলো উদ্ধার করে সন্ধ্যায় প্রাণিসম্পদ কর্মকর্তা ও চরের লোকজনের উপস্থিতিতে মেঘনায় ভাসিয়ে দেওয়া হয়।

রায়পুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আতাউর রহমান গণমাধ্যমকে জানান, দুর্গম ওই চরের বিভিন্ন বাথানে দুই হাজারেরও বেশি মহিষ পালন করা হয়। কিন্তু দুর্যোগে এসব মহিষ রক্ষায় কোনো ব্যবস্থা নেই। 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়