শনিবার

১১ মে ২০২৪


২৮ বৈশাখ ১৪৩১,

০৩ জ্বিলকদ ১৪৪৫

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে ১৭ জনের মৃত্যু

রাজশাহী ব্যুরো || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:২২, ২ জুলাই ২০২১   আপডেট: ১৬:৪৬, ২ জুলাই ২০২১
রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে ১৭ জনের মৃত্যু

ফাইল ছবি

রাজশাহী (০২ জুলাই): মহামারি করোনাভাইরাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৭ জন মারা গেছেণ। মৃতদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১২ জন এবং উপসর্গ নিয়ে পাঁচজন রয়েছেন।

শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃতদের মধ্যে ৮ জন পুরুষ ও ৭ জন নারী। মৃতদের অধিকাংশের বয়স ৩৫ থেকে ৬৫ বছরের মধ্যে। 

তিনি আরও জানান, মৃতদের মধ্যে রাজশাহীর ১০ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নাটোরের ২ জন, নওগাঁর ও পাবনার ১ জন করে রয়েছে।

হাসপাতালটির সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণে এ দিন মারা গেছেন রাজশাহীর ৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নাটোরের ২ জন, পাবনার ১ জন। অন্যদিকে উপসর্গে রাজশাহীর ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নওগাঁর ১ জন। 

ওই সূত্রে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে  নতুন ভর্তি হয়েছেন ৭৬ জন। সুস্থতা লাভ করেছেন ৫৫ জন।  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০২ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন  ২৬৬ জন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়