শনিবার

১১ মে ২০২৪


২৮ বৈশাখ ১৪৩১,

০৩ জ্বিলকদ ১৪৪৫

বর্ষণে হালুয়াঘাটের ৯টি গ্রাম প্লাবিত

নেতাই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত, হাজারো মানুষ পানিবন্দী

ময়মনসিংহ প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:০২, ২ জুলাই ২০২১   আপডেট: ০১:০৮, ২ জুলাই ২০২১
নেতাই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত, হাজারো মানুষ পানিবন্দী

নেতাই নদীর বাঁধ ভেঙে ২০টি গ্রাম প্লাবিত হওয়াতে হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ময়মনসিংহ (০১ জুলাই): টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহের ধোবাউড়ায় নেতাই নদীর বাঁধ ভেঙে উপজেলার অন্তত ২০ গ্রাম প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। 

অপরদিকে, টানা দুই দিনের বর্ষণে ও পাহাড়ি ঢলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নয়টি গ্রামে পানি প্রবেশ করায় কয়েক হাজার মানুষ পানিতে বন্দী অবস্থায় রয়েছে। পানি প্রবেশ করেছে হালুয়াঘাট পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ও শতাধিক বাড়িঘরেও। 

গতকাল বুধবার ভোরে ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়নের কলসিন্দুর এলাকার মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেনের বাড়ির পাশে বাঁধের কিছু অংশ ভেঙে গিয়ে ২০ গ্রামে পানি প্রবেশ করলে পানিবন্দী হয়ে পড়ে হাজার হাজার মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গামারীতলা ইউনিয়নের কলসিন্দুর এলাকার মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেনের বাড়ির পাশে বাঁধের কিছু অংশ ভেঙে গিয়ে গামারীতলা ইউনিয়নের রায়পুর, কামালপুর, ছান্দেরনগর, ঘোঁষগাও ইউনিয়নের নয়াপাড়া, দিঘলবাগ, কালিকাবাড়ী ও পোড়াকান্দুলিয়া ইউনিয়নের বেতগাছিয়া, বহরভিটা, উদয়পুরসহ অন্তত ২০ গ্রামে পানি প্রবেশ করে। এতে করে পানিবন্দী হয়ে পড়েছেন এসব এলাকার হাজার হাজার মানুষ।

গামারীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান এ ব্যাপারে বলেন, ‘ইতোমধ্যে ভাঙ্গন এলাকা পরিদর্শন করে মানুষকে নিরাপদে রাখার চেষ্টা করছি।’

এদিকে ঘোষগাঁও ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান শামসুল হক বলেন, ‘ভালুকাপাড়া ওরায়পুর এলাকায় বাঁধ ভেঙে অসংখ্য মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তাদের সহায়তা করার চেষ্টা চলছে।’

ধোবাউড়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা  রাফিকুজ্জামান এ ব্যাপারে বলেন, ‘বুধবার বিকেলে প্লাবিত এলাকাগুলো পরিদর্শন করে এলাকায় ত্রাণ দে্ওয়া হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এ সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। বেড়িবাঁধ সংস্কারের ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

এদিকে, টানা দুই দিনের বর্ষণে ও পাহাড়ি ঢলে ময়মনসিংহের হালুয়াঘাট সদর ইউনিয়নে রঘুনাথপুর, কৈচাপুর, নড়াইল, গোপিনগর, বিলডোড়া, ধুরাইল, আমতৈল, গাজীরভিটার কয়েক হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এ ছাড়াও পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ শতাধিক বাড়িঘরে পানি প্রবেশ করেছে।

বুধবার হালুয়াঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান সায়েম ও পৌর মেয়র খায়রুল আলম ভুঞা পৌর শহরের পানিবন্দী মানুষের খোঁজ খবর নিতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়