ধর্মীয় পরিচয় গোপনকারী ইয়াবা কারবারি গ্রেফতার
মানিকগঞ্জ প্রতিনিধি || বিজনেস ইনসাইডার
ইয়াবা ব্যবসায়ী লিটন সরকার
মানিকগঞ্জ (২৬ এপ্রিল): মানিকগঞ্জে ইয়াবা বিক্রির দায়ে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪) মানিকগঞ্জ সিপিসি। গ্রেফতার হওয়া ‘আবদুল্লাহ আল আমিন’ (৪৫) পরিচয় দেওয়া লিটন সরকার উপজেলার কৈতরা গ্রামের মৃত গোপাল চন্দ্র সরকারের ছেলে।
লিটন সরকার দীর্ঘ দিন তার ধর্মীয় পরিচয় গোপন করে ইয়াবা বিক্রি করে চলেছিল।
সোমবার সকাল সাড়ে সাতটার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার কৈতরা গ্রামে অভিযান চালিয়ে ৩৮০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৪ মানিকগঞ্জ কার্যালয়ের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি উনু মং জানান, গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জের কৈতরা গ্রামে অভিযান চালিয়ে তার কাছ থেকে ৩৮০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
‘আবদুল্লাহ আল আমিন’ পরিচয়ে ইয়াবার কারবার চালানো লিটন সরকার একজন হিন্দু পরিবারের সন্তান। তিনি অনেক দিন ধরে ধর্মীয় পরিচয় ও লেবাস পরিবর্তন করে ইয়াবা কারবারের সঙ্গে জড়িত। তার পরিবারের সবাই হিন্দু ধর্মাবলম্বী।






















