মঙ্গলবার

১৮ নভেম্বর ২০২৫


৪ অগ্রাহায়ণ ১৪৩২,

২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

ভারত ফেরত ১০ করোনা রোগী হাসপাতাল থেকে হাওয়া

যশোর প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:১৩, ২৬ এপ্রিল ২০২১   আপডেট: ১৯:১৬, ২৬ এপ্রিল ২০২১
ভারত ফেরত ১০ করোনা রোগী হাসপাতাল থেকে হাওয়া

যশোর জেনারেল হাসপাতাল। ফাইল ছবি

যশোর (২৬ এপ্রিল): ভারত থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আসা ১০ রোগী যশোর জেনারেল হাসপাতাল থেকে নিখোঁজ হয়েছেন। শনিবার সকাল থেকে রবিবার দুপুরের মধ্যে তারা পালিয়ে গেছেন বলে বলে হাসপাতাল কর্তৃপক্ষ ধারণা করছে। 

হাসপাতালটির সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়,  শনিবার সকালে ও রবিবারে ভারত ফেরত কিছু রোগী আসে। সব মিলিয়ে ১০ জন করোনা রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাদের হাসপাতালের তৃতীয় তলার করোনা ওয়ার্ডে পাঠানো হয়। 

এ বিষয়ে যশোর জেলার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, হাসপাতালের রেজিস্ট্রারে দেওয়া ওইসব রোগীর নাম-ঠিকানা সঠিক থাকলে দ্রুতই তাদের খুঁজে বের করা সম্ভব হবে।

হাসপাতালের ভর্তি রেজিস্ট্রার অনুযায়ী ওই ১০ রোগী হলেন— যশোর শহরের খালধার রোডের বিশ্বনাথের স্ত্রী মালা দত্ত (৫০), যশোর  শহরের আবুল কাসেমের স্ত্রী ফাতেমা বেগম (৫৭), সদর উপজেলার পাঁচবাড়ীয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম (১৯), একই গ্রামের একরামের স্ত্রী রোমা  (৩০),বাঘারপাড়া উপজেলার রায়পুর গ্রামের ফজর আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৫), প্রতাপকাঠী গ্রামের জালাল উদ্দীনের ছেলে মোমিন, রামকান্তপুর গ্রামের গোলার রব্বানীর স্ত্রী নাসিমা বেগম (৫০),ঝিনাইদহ জেলার কালীগঞ্জের মনোতোষের স্ত্রী শেফালী রাণী, খুলনা জেলার পাইকগাছা উপজেলার রামরাইল গ্রামের আহম্মদ সানা ছেলে আমিরুল সানা ও একই জেলার রূপসা এলাকার শের আলীর ছেলে সোহেল (১৭)।

যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ করোনার রোগী পালিয়ে যাওয়ার বিষয়ে এখনো  কিছু জানায়নি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়