মঙ্গলবার

১৮ নভেম্বর ২০২৫


৪ অগ্রাহায়ণ ১৪৩২,

২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

লাউয়াছড়া বনে আগুন, পুড়ল দুই একর

মৌলভীবাজার প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০৩:৩৯, ২৫ এপ্রিল ২০২১   আপডেট: ০৩:৪৩, ২৫ এপ্রিল ২০২১
লাউয়াছড়া বনে আগুন, পুড়ল দুই একর

লাউয়াছড়া বনে আগুন লাগলে প্রায় দুই একর এলাকা পুড়ে যায়

মৌলভীবাজার (২৪ এপ্রিল): মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন বনে শনিবার দুপুরে আগুন লেগেছে। এতে প্রায় দুই একর বন পুড়ে গেছে। এর ফলে, বন এলাকার ছোট-বড় লতা-গুল্ম ও গাছ পুড়ে ওই অঞ্চলের জীববৈচিত্র্যের ক্ষতি হয়েছে। 

লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাশে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘হীড বাংলাদেশ’র কার্যালয়ের পেছনের (বাঘমারা বন ক্যাম্পে) বনে এ আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। প্রায় দু’ঘণ্টা ধরে আগুন জ্বলার পর ফায়ার সার্ভিসকর্মীরা দুপুর আড়াইটায় তা নিয়ন্ত্রণে আনে ।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার প্রখর রোদের সময় লাউয়াছড়ার স্টুডেন্ট ডরমেটরি অংশে গাছ রোপণের জন্য কাজ করছিলেন বন বিভাগের কিছু শ্রমিক। দুপুরের দিকে সেখানে হঠাৎ আগুন জ্বলে উঠে। খবর পেয়ে বন বিভাগ ও কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় দু’ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে পারে। আগুনে মূলত বনের লতা-গুল্ম, ছোট ছোট গাছ গাছালি পুড়ে গেছে। এতে করে অনেক বন্যপ্রাণীর আবাসস্থল নষ্ট হয়ে গেছে এবং জীববৈচিত্র্যের ক্ষতি বয়ে এনেছে। 

ফায়ার সার্ভিস কমলগঞ্জের ইনচার্জ ফারুকুল ইসলাম গণমাধ্যমকে জানান, অগ্নিকাণ্ডে গাছগাছালি পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুন নিয়ন্ত্রণে আনার কারণে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

স্থানীয় লোকজনের অভিযোগ, এখানে কিছু অবৈধ দখলদার আছেন। ধারণা করা হচ্ছে, প্রচণ্ড খরতাপের সুযোগ কাজে লাগিয়ে এসব অবৈধ দখলদারেরাই আগুন লাগাতে পারে। দেড় বছর আগেও এই বনে আগুন লেগেছিল।

এ বিষয়ে লাউয়াছড়ার রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, আমরা তদন্ত করে দেখছি কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন এখন নিয়ন্ত্রণে চলে এসেছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়