বাগেরহাটে পুলিশের ওপর হেফাজতের হামলা
বাগেরহাট প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

বাগেরহাটে পুলিশের ওপর হেফাজতের হামলায় সাতজন আহত
বাগেরহাট (১৯ এপ্রিল): মোল্লাহাটে হেফাজতে ইসলামের কর্মীদের হামলায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-সহ পুলিশের সাত সদস্য আহত হয়েছেন।
মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে সোমবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। হেফাজত নেতা মামুনুল হককে গ্রেপ্তারের প্রতিবাদে কর্মী-সমর্থকেরা মিছিল করার চেষ্টা চালাচ্ছিল। এমন সময় পুলিশ সেখানে গেলে হেফাজতের কর্মী–সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তারা ইট-পাটকেল ছুড়তে থাকে।
আহতের মধ্যে রয়েছেন মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির, উপপরিদর্শক (এসআই) ঠাকুর দাস ও সহকারী উপপরিদর্শক (এএসআই) বাহারুল। আহতদের মধ্যে কয়েকজনকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।