বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫


২ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

কোম্পানীগঞ্জ আ.লীগের সাধারণ সম্পাদককে গুলি

নোয়াখালী প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:৩০, ১৯ এপ্রিল ২০২১  
কোম্পানীগঞ্জ আ.লীগের সাধারণ সম্পাদককে গুলি

নুরনবী চৌধুরীকে (৬৬)

নোয়াখালী (১৯ এপ্রিল): কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরনবী চৌধুরীকে (৬৬) গুলি করে ও পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। 

সোমবার বেলা সকাল সাড়ে ১০টার দিকে বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড করালিয়ার কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা আওয়ামী লীগ সমর্থিত বলয়ের নেতা ফখরুল ইসলাম রাহাত আহত নুরনবী চৌধুরীর উদ্ধৃতি দিয়ে অভিযোগ করেন, কাদের মির্জার নির্দেশে তার অনুসারী বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সন্ত্রাসী কেচ্ছা রাসেল সকালে অস্ত্রশস্ত্র নিয়ে পৌরসভার মাস্টারপাড়া এলাকায় নুরনবী চৌধুরীর ওপর হামলা চালিয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সেলিম বলেন, তিনি ডান পায়ে ও বাম পায়ের হাঁটুর নিচে দুই জায়গায় গুলিবিদ্ধ হয়েছেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়