বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫


২ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় দুই মামলা, আসামি আড়াই হাজার 

চট্টগ্রাম ব্যুরো || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:৩১, ১৮ এপ্রিল ২০২১   আপডেট: ২৩:২০, ১৮ এপ্রিল ২০২১
বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় দুই মামলা, আসামি আড়াই হাজার 

ছবি: বাঁশখালীতে আহতদের কয়েকজনকে স্থানীয় হাসপাতালে (ফাইল ফটো)

চট্টগ্রাম (১৮ এপ্রিল): চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পৃথক দুই মামলা দায়ের হয়েছে। দুই মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত আড়াই হাজার জনকে।

শনিবার রাতে পুলিশ ও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মালিক পক্ষ বাদি হয়ে মামলা দুটি দায়ের করেছে।

বাঁশখালী থানার ওসি শফিউল করিম বলেন, ‘গতকালের ঘটনায় দুটি মামলা হয়েছে। পুলিশ বাদি হয়ে একটি ও বিদ্যুৎকেন্দ্রের মালিক পক্ষ বাদি হয়ে অপর একটি মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আড়াই হাজার জনকে আসামি করা হয়েছে। দুটি মামলায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের উপর হামলার অভিযোগ আনা হয়েছে।’

শনিবার বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকায় নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশের গুলিতে অন্তত পাঁচ শ্রমিক নিহত হন। আহত হয়েছেন আরও কমপক্ষে ৩০-৩৫ জন, যাদের মধ্যে পুলিশ ও শ্রমিক আছেন।

আহতদের মধ্যে তিন পুলিশসহ ১৯ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চমেক হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আনোয়ারুল হক।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়