বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫


২ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

ময়মনসিংহে লকডাউনে স্বাস্থ্যবিধি নিশ্চিতে ৩১৩ মামলা, জরিমানা

ময়মনসিংহ প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০৩:৩২, ১৮ এপ্রিল ২০২১   আপডেট: ১৫:২৭, ১৮ এপ্রিল ২০২১
ময়মনসিংহে লকডাউনে স্বাস্থ্যবিধি নিশ্চিতে ৩১৩ মামলা, জরিমানা

স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর নজরদারী করছে ময়মনসিংহ জেলা প্রশাসন। ছবি : বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ময়মনসিংহ (১৭ এপ্রিল): ১৪ এপ্রিল থেকে দেশজুড়ে করোনা প্রতিরোধে শুরু হওয়া কঠোর লকডাউনের প্রথম তিনদিনে স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর নজরদারী করছে ময়মনসিংহ জেলা প্রশাসন। প্রশাসন আইন অমান্য করায় প্রথম ৩ দিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩১৩ টি মামলায় ৩ লাখ ৯ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেছে।

শুক্রবার রাত পর্যন্ত ময়মনসিংহ মহানগরীসহ জেলার ১৩টি উপজেলায় এসব মামলা ও জরিমানা করা হয় বলে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানিয়েছেন।

জেলা প্রশাসক বলেন, ‘লকডাউনে বাইরে মানুষের সমাগম কমাতে ও করোনা প্রতিরোধে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতেই ভ্রাম্যমাণ আদালত ৩১৩ মামলায় ৩ লাখ ৯ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেছে। এর মধ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় প্রতিদিন ৬ টি এবং ১৩ উপজেলায় ১৩ টি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় কাজ করছে। করোনা মোকাবেলায় এ অভিযান অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, প্রথমদিন ১৪ এপ্রিল ১৪০ টি মামলায় ৮৭ হাজার ৩০০ টাকা,  দ্বিতীয় দিন ১৫ এপ্রিল ১১৮ টি মামলায় ১ লাখ ৭৩ হাজার ৫০ টাকা, তৃতীয় দিন শুক্রবার রাত পর্যন্ত ৫৫ টি মামলায় ৪৮ হাজার ৮৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়