মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

মা-বাবার পাশে সমাহিত আব্দুল মতিন খসরু

কুমিল্লা প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০৩:০৮, ১৬ এপ্রিল ২০২১   আপডেট: ০৩:১৩, ১৬ এপ্রিল ২০২১
মা-বাবার পাশে সমাহিত আব্দুল মতিন খসরু

মা-বাবার কবরের পাশে সমাহিত হলেন বরেণ্য রাজনীতিবিদ আব্দুল মতিন খসরু। ফাইল ছবি

কুমিল্লা (১৫ এপ্রিল):  পারিবারিক কবরাস্থনে মা-বাবার কবরের পাশেই সমাহিত করা হল দেশের বিশিষ্ট আইনজীবী, বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক আইনমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন খসরু এমপিকে। এ সময় এলাকাবাসী ও বিভিন্ন দলের নেতা-কর্মীরা চোখের জলে তাঁকে বিদায় জানান। 

বৃহস্পতিবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পঞ্চম ও শেষ জানাজা শেষে এই বরেণ্য রাজনীতিবিদের দাফন সম্পন্ন করা হয়। দাফনের আগে তাঁকে গার্ড অব অনার ও ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন— কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, বিএনপির কেন্দ্রীয় নেতা শওকত মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল হাসেম খান, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. আখলাক হায়দারসহ বিভিন্ন সংগঠনের ও সংস্থার অসংখ্য মানুষ। 

জানাজা শেষে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন খসরু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়