মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:৫৪, ১৪ এপ্রিল ২০২১  
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ বন্ধ

ছবি: গাড়ি শূণ্য আরিচা-পাটুরিয়া মহাসড়ক, বিজনেস ইনসাইডার বাংলাদেশ

মানিকগঞ্জ (১৪ এপ্রিল): দেশব্যাপী করোনাভাইরাসের জন্য শুরু হওয়া লকডাউনে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরিতে পারাপার বন্ধ রয়েছে। তবে পণ্যবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স এবং অতি জরুরি ও রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত যানবাহন পারাপারে সীমিতভাবে ফেরি চলাচল করছে।

এদিকে, বুধবার ভোর থেকেই লকডাউন কার্যকর করতে ফেরিঘাটসহ মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে জেলা পুলিশ। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক পুলিশ, গোয়েন্দা (ডিবি) পুলিশ এবং থানার পুলিশকে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলে নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। লকডাউন আওতার বাইরে রয়েছে এমন যানবাহন ছাড়া কোনো যানবাহন চলতে দেওয়া হচ্ছে না।

শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তায় কেউ বের হলেই পুলিশের জেরার মুখে পড়তে হচ্ছে। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় শুধু ওষুধ, ফলের দোকান এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা রয়েছে। আর বাকি সব দোকানপাট বন্ধ আছে।

বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যারয়ের ডিজিএম জিল্লুর রহমান জানান, ‘লকডাউন আওতার বাইরে থাকা গাড়িগুলোকেই কেবল পারাপারের টিকিট দেওয়া হচ্ছে। মাত্র দুটি ফেরি জরুরি পারাপারে নিয়োজিত রয়েছে। ভোর ৬টার পর যেসব যানবাহন ঘাটে গিয়ে পৌঁছেছে, তাদেরকে আটকে দেওয়া হয়েছে। ফলে ঘাট এলাকায় ছোট-বড় দুই শতাধিক যানবাহন আটকে রয়েছে।’

শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা জানান, ‘জেলা পুলিশের পক্ষ থেকে সকল প্রস্ততি শেষে আজ ভোর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে অতি প্রয়োজন সংশ্লিষ্ট যানবাহন ছাড়া ফেরি পারাপার বন্ধ করে দেওয়া হয়েছে। সকাল ছয়টা থেকে পাটুরিয়া ঘাট এলাকায় কড়া নজরদারি করা হচ্ছে। লকডাউন লংঘনকারীকে শাস্তির আওতায় আনা হবে।’ 

পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, ‘লকডাউন কার্যকর করতে ফেরিঘাটসহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোষ্ট বসানো হয়েছে। জরুরি প্রয়োজনীয় গাড়ি এবং লকডাউনের আওতার বাইরে রয়েছে এমন যানবাহন ছাড়া সকাল ছয়টার পর থেকে অন্য যানবাহন চলতে দেওয়া হচ্ছে না। প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানান তিনি।’
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়