পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়
মানিকগঞ্জ প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

পাটুরিয়া ফেরিঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়
মানিকগঞ্জ (১৩ এপ্রিল): করোনা মহামারির চলমান পরিস্থিতির কারণে বুধবার থেকে ‘সর্বাত্মক লকডাউন' ঘোষণায় রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ। এতে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলাগামী মানুষের চাপ বেড়েছে।
মঙ্গলবার দুপুরে সরেজনিমে দেখা যায়, ঘাট এলাকায় সাধারণ যাত্রীদের উপচে পড়া ভিড়। সেখানে ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি পড়ে গেছে। এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু বৃদ্ধি পাওয়ায় আগামী ১৪ এপ্রিল থেকে দেশে কঠোর লকডাউনের ঘোষণার পর থেকেই দূরপাল্লা ও লোকাল বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে করে ঘাট এলাকায় সাধারণ মানুষ অটোরিকশা, প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেলে যোগে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যস্থলে দেখা যাচ্ছে।
কুষ্টিয়াগামী হিমু চৌধুরী জানান, ঢাকা থেকে সব বাস সার্ভিস বন্ধ থাকায় খুব কষ্ট করে পাটুরিয়ায় আসতে হয়েছে। প্রথমে ধানমন্ডি থেকে বাসে করে গাবতলী এসেছি। পরে গাবতলী থেকে হ্যালোবাইকে করে হেমায়েতপুর এসেছি। তারপর প্রাইভেটকারে করে সিংগাইর হয়ে ঘাটে পৌঁছেছি। এ সময় তিনি অভিযোগ করেন, অতিরিক্ত ভাড়া আর ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান জানান, লকডাউনের কারণে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকলেও প্রাইভেটকার, মাইক্রোবাসের অতিরিক্ত চাপ রয়েছে। পাশাপাশি অতিরিক্ত যাত্রীও পারাপার হচ্ছে। ছোট-বড় ১৬টি ফেরি দিয়ে এসব ছোট গাড়ি পারাপার করা হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে প্রাইভেটকার, মাইক্রোবাস পারাপার করায় পণ্যবোঝাই ট্রাক পারাপার ব্যাহত হচ্ছে।
তিনি আরও জানান, ঘাট এলাকায় সব মিলিয়ে সাত শতাধিক যানবাহন পারের অপেক্ষায় আছে।