মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

মানিকগঞ্জে আরও ১৪ জন করোনায় আক্রান্ত

মানিকগঞ্জ প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:১২, ১২ এপ্রিল ২০২১   আপডেট: ২০:১৬, ১২ এপ্রিল ২০২১
মানিকগঞ্জে আরও ১৪ জন করোনায় আক্রান্ত

মানিকগঞ্জে নতুন করে ১৪ জন করোনায় আক্রান্ত

মানিকগঞ্জ (১২ এপ্রিল): মানিকগঞ্জে নতুন করে আরও ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৪৩ জন।

সোমবার  সকাল আট টার দিকে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রফিকুন্নাহার বন্যা এই তথ্য জানান।

তিনি বলেন, ১০ এপ্রিল ১০৮ জনের নমুনা পরীক্ষার জন্য কর্নেল মালেক মেডিকেল কলেজ আরটি পিসিআর ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ১৪ জনের দেহে করোনা পজিটিভের রেজাল্ট পাওয়া যায়। আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদরের ১০ জন, দৌলতপুরের একজন, সিংগাইরের একজন, শিবালয়ের দুইজন। আক্রান্তরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। 

জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এ বিষয়ে বলেন, দ্বিতীয় ধাপে করোনার সংক্রমনের হার আনেক বেশি। সবাই যদি সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি না মানে তাহলে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হবে। 

এ সময় তিনি সবাইকে মাস্ক ব্যবহার ও সামজিক দূরুত্ব নিশ্চিত করতে আহ্বান করেন।

মানিকগঞ্জে এ পর্যন্ত ৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। অপরদিকে সুস্থ হয়েছেন ১ হাজার ৮ শত ৬৫ জন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়