মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

নারায়ণগঞ্জে বহুতল ভবনে বিস্ফোরণ, ২ নৈশপ্রহরী দগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি  || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:০৪, ১২ এপ্রিল ২০২১   আপডেট: ১৬:০৮, ১২ এপ্রিল ২০২১
নারায়ণগঞ্জে বহুতল ভবনে বিস্ফোরণ, ২ নৈশপ্রহরী দগ্ধ

ফাইল ছবি

নারায়ণগঞ্জ (১২ এপ্রিল): নারায়ণগঞ্জের চাষাড়ায় রান্নাঘরে গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দুই নৈশপ্রহরী দগ্ধ হয়েছেন। রবিবার রাত সাড়ে ১১টার দিকে একটি আবাসিক ভবনের আট তলায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন— নৈশপ্রহরী মানিক ও উজ্জ্বল। 

চাষাড়ায় প্রেসিডেন্ট রোডের ‘জিএম গার্ডেন’ নামে ওই ভবনের অপর নৈশপ্রহরী মোহাম্মদ আলী জানান, ভবনটির আট তলায় কমিউনিটি সেন্টার আদলে কয়েকটি কক্ষ ছিল। কারও কোনো অনুষ্ঠান হলে সেখানে আয়োজন করা হতো। সেখানে গ্যাসলাইনের সমস্যা ছিল। এ জন্য মিস্ত্রি এনে সেটি মেরামত করা হয়। এরপর থেকে রান্নাঘরের দরজা-জানালা বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, এ কারণে ওই কক্ষে গ্যাস জমে ছিল। পরে ওই কক্ষে ভবনটির দুই নৈশপ্রহরী সিগারেট হাতে প্রবেশ করে। এ সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। 

দগ্ধ প্রহরীদ্বয়কে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদেরকে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়