কক্সবাজারের সৈকতে আবারো মৃত তিমি
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

সমুদ্রসৈকতে ভেসে এসেছে একটি বিশালাকার মৃত তিমি। ছবি: সংগৃহীত
কক্সবাজার (১০ এপ্রিল): কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে আবারো ভেসে এসেছে একটি বিশালাকার মৃত তিমি। শনিবার সকালে হিমছড়ি বড় ঝর্ণার দক্ষিণের সমুদ্র সৈকতে মৃত তিমিটি পানিতে ভেসে আসে।
কক্সবাজার সমুদ্র সম্পদ রক্ষা আন্দোলনের সমন্বয়ক মফিজুর রহমান মফিজ গণমাধ্যমকে জানিয়েছেন, দুটি কারণে তিমি মাছ মারা যায়। প্রথমত, বয়সকাল পার হলে তিমি আত্মহত্যা করে থাকে। দ্বিতীয়ত, বঙ্গোপসাগরে জাহাজ চলাচলের সময় আঘাতের কারণে তিমি দুটি মারা যেতে পারে। তিমিটির ওজন আনুমানিক আড়াই টনের মতো হবে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের কর্মকর্তা মো. হুমায়ুন কবির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, পরপর দুটি মৃত তিমি সাগর থেকে ভেসে এসেছে। ভেসে আসা তিমি দুটির নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার পর জানা যাবে কীভাবে তিমি দুটি মারা গেছে। তবে প্রাথমিকভাবে আমরা ধারণা করতে পারি তিমি দুটি বার্ধক্যজনিত কারণে মারা যেতে পারে।
হুমায়ুন কবির জানান, ‘দুর্গন্ধ এড়াতে শুক্রবার সাগর পাড়ে আটকে থাকা তিমিটি উদ্ধার করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এটিও একইভাবে মাটিতে পুতে ফেলা হবে। তবে দুই মাস পর তিমি দুটির কঙ্কাল সংগ্রহ করা হবে। এটি বিভিন্ন মিউজিয়ামে এবং পরবর্তীতে গবেষণার কাজে আসবে।’
উল্লেখ্য, এর আগে শুক্রবার বেলা ১১টার দিকে কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে বিশালাকার একটি তিমি বালিয়াড়িতে আটকা পড়েছিল।