মিরকাদিমে বিস্ফোরণে আহত পৌর মেয়রের স্ত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি: সংগৃহীত
(১০ এপ্রিল): মুন্সীগঞ্জের মিরকাদিমে বিস্ফোরণে আহত পৌর মেয়রের স্ত্রী কানন বেগম (৪০) মারা গেছেন। শনিবার দুপুর ১টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার দুপুর ১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
গত ৬ এপ্রিল মিরকাদিম পৌরসভা মেয়র আব্দুস সালামের বাড়িতে বিস্ফোরণের ঘটনায় যে ১২ জন দগ্ধ হয়েছিলেন তিনি তাদের অন্যতম। এ সময় কানন বেগমের শরীরের ৮০ ভাগ দগ্ধ হয়েছিল। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ’তে চিকিৎসাধীন ছিলেন।