মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

কক্সবাজার সৈকতে মৃত তিমি

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:৫২, ১০ এপ্রিল ২০২১  
কক্সবাজার সৈকতে মৃত তিমি

কক্সবাজারের সমুদ্র সৈকতে ভেসে এসেছে মৃত তিমি। ছবি: সংগৃহীত

ঢাকা (০৯ এপ্রিল): কক্সবাজারের সমুদ্র সৈকতের হিমছড়িতে একটি মৃত তিমি ভেসে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। শুক্রবার দুপুরে সৈকতে মৃত তিমি দেখে স্থানীয়রা বনবিভাগ এবং পরিবেশ অধিদপ্তরে খবর দেয়।

স্থানীয়রা জানিয়েছেন, সৈকতে ভেসে আসা তিমিটি পচে গেছে, দুর্গন্ধও ছড়াচ্ছে। এর গায়ের রং লালচে হয়ে গেছে। তিমির পেছনের দিকের অংশে বড় একটি ক্ষত রয়েছে বলেও তারা জানান।

পরিবেশবাদী সংগঠন সেভ দ্য নেচার অব বাংলাদেশের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, তিমিটি অন্তত এক সপ্তাহ আগে মারা গেছে বলে তিনি ধারণা করছেন। এর মৃত্যুর কারণ সম্পর্কে তিনি বলেন, ‘সাগরে ফেলা কোনো রাসায়নিক বর্জ্য খাওয়ার পরে তিমিটির মৃত্যু হয়ে থাকতে পারে। তাই এ মৃত তিমিও মানুষের জন্য ক্ষতিকর।’

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ গণমাধ্যমকে বলেন, বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর সমন্বয়ে সিদ্ধান্ত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মৃত্যুর কারণ নির্ধারণ করে তিমিটিকে মাটিতে পুঁতে ফেলা হবে।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়