মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

ভ্রাম্যমান আদালতে দুইজনের ছয় মাসের কারাদন্ড

মানিকগঞ্জ প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:১১, ৮ এপ্রিল ২০২১  
ভ্রাম্যমান আদালতে দুইজনের ছয় মাসের কারাদন্ড

ছবি: মানিকগঞ্জের সদর উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযান, বিজনেস ইনসিাইডার বাংলাদেশ

মানিকগঞ্জ(০৮ এপ্রিল):  মানিকগঞ্জের সদর উপজেলায় মাদক সেবন ও বিক্রির দায়ে দুইজনকে ছয় মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার পৌরসভার বেউথা ঘাট এলাকা থেকে তাদেরকে এ দন্ড দেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বেউথা এলাকার মৃত কছিম উদ্দিনের ছেলে মো: আনোয়ার হোসেন (৩২) ও পশ্চিম সেওতা এলাকার কুসুম আলীর ছেলে খোরশেদ আলম (২২)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেউথা এলাকায় অভিযান চালিয়ে দুইজনের কাছ থেকে ১৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আনোয়ার হোসেনের কাছ থেকে ৮ গ্রাম ও খোরশেদ আলমের কাছ থেকে ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে ছয় মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়