সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

নেত্রকোণায় ঝড়ের বাতাসে ধানের সবুজ শিষ সাদা, কৃষকের স্বপ্নভঙ্গ

ময়মনসিংহ সংবাদাদাতা  || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০৩:৪২, ৭ এপ্রিল ২০২১   আপডেট: ০৩:৪৪, ৭ এপ্রিল ২০২১
নেত্রকোণায় ঝড়ের বাতাসে ধানের সবুজ শিষ সাদা, কৃষকের স্বপ্নভঙ্গ

নেত্রকোণায় ঝড়ের গরম বাতাসে শত শত হেক্টর জমির ধানের সবুজ শিষ সাদা হয়ে নষ্ট হয়ে গেছে

নেত্রকোণা (০৬ এপ্রিল): নেত্রকোণায় কালবৈশাখীর কয়েক মিনিটের গরম বাতাসে শত শত হেক্টর জমিতে আবাদ করা বোরো ধানের সবুজ শিষ সাদা রঙে পরিবর্তিত হয়ে নষ্ট হয়ে যাওয়ায় কৃষকের স্বপ্ন ভেঙে গেছে। এরফলে ফসল ঘরে তুলতে না পারায় আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা।

বোরো মৌসুমে নেত্রকোণা জেলার জমিতে আবাদ করা ধান এ অঞ্চলের কৃষকদের সারা বছরের খাবার যোগান হয়। তবে গত ৪ এপ্রিল রাতে হঠাৎ কালবৈশাখী ঝড়ের পরে মাত্র কয়েক মিনিটের গরম বাতাসে তাদের সেই স্বপ্ন শেষ হয়ে যাওয়ায় কৃষকরা এখন গভীর দুশ্চিন্তায় পড়েছেন।

রবিবার রাতে কালবৈশাখী ঝড়ের পরে সোমবার সকালে কৃষকেরা তাদের জমিতে গিয়ে দেখেন সব ধানের শিষ সাদা হয়ে গেছে। ক্ষেতের উঠতি বোরো ধানের শিষে যেগুলোতে কেবল মাত্র ‘দুধ’ এসেছে সেই ধানের শিষ সব চিটায় পরিণত হয়ে সাদা বর্ণ ধারণ করেছে। এবং যেসব জমিতে ধানের থোর বের হয়েছে সেসব জমির ধান গরম বাতাসে পুড়ে শিষ শুকিয়ে গিয়ে সাদা হয়ে গেছে। এতে করে উৎপাদনের প্রায় সিংহভাগ ক্ষতি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

নেত্রকোণা অঞ্চলে বোরো ধানের কৃষকদের সারা বছরের খাবার যোগান হয়। কিন্তু হঠাৎ করে বোরো ধানের ফসলের এমন মারত্মক ক্ষতি হওয়ায় সারা বছর কী খেয়ে দিন কাটাবেন এখন সেই চিন্তায় পড়েছেন তারা। অনেক কৃষক ধার-দেনা, ব্যাংক লোন নিয়ে তাদের জমিতে ধানের আবাদ করেছিলেন। কিন্তু ধান নষ্ট হওয়ায় কীভাবে ধার দেনা ও ঋণ শোধ করবেন সেই চিন্তায়ও দিন কাটছে তাদের।

রবিবার রাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের ল-ভ- হয়েছে নেত্রকোণা জেলা শহরের বিভিন্ন এলাকাসহ আশপাশের বেশ কয়েকটি উপজেলার বিভিন্ন অঞ্চল। জেলার কেন্দুয়া, বারহাট্টা, মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরীতে ঝড়ে গাছপালা ভেঙে যাওয়া, টিনের চাল উড়ে যাওযার মতো ঘটনা ঘটে।

অবশ্য ওই তা-ব থেকেও অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে ঝড়ের পর প্রবাহিত গরম বাতাস। বিস্তীর্ণ হাওরের মধ্যে গরম বাতাস বয়ে যাওয়ায় ধান একদমই নষ্ট হওয়ার আশঙ্কা করছেন এ অঞ্চলের কৃষকরা । 

কৃষকরা জানান, গতকাল রাতে সারাদেশে ঝড়ো হাওয়ার সময় নেত্রকোণায় শুধু ধুলো বাতাস হয়েছে। পরবর্তীকালে মধ্যরাতে বেশ গরম অনুভূত হয়। এরপর সোমবার সকালে তারা জমিতে গিয়ে দেখেন অনেক ধান সাদা হয়ে গেছে। 

কেন্দুয়া এলাকার কৃষক মমিন মিয়া জানান,‘পৌর এলাকার টেংগুরী হাওরের যে সমস্ত বোরো ধানের জমিতে যেগুলোতে দুধ এসেছিল সেগুলোই এমন হয়েছে। আবার যে সমস্ত গাছে মোটামুটি ধান চলে এসেছে সেগুলো নষ্ট হবে না।’ 

এদিকে বারহাট্রা উপজেলার বাউসি ইউপির মৌয়াটি গ্রামের কৃষক ওযুদ মিয়া, রফিক মিয়াসহ অন্যরা জানান, মৌয়াটি বন্দে প্রায় ৫ শ’ একর জমিতে এমনটা হয়েছে।

জেলার মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গাপোতা হাওরের মলি¬কপুর গ্রামের কৃষক অনুপ তালুকদার জানান, ‘গরম হাওয়ায় সবুজ ধানের শিষ শুকিয়ে সাদা রং ধারণ করে নষ্ট হয়ে যাওয়ায় সারা বছর কীভাবে খাবারের যোগান হবে তা ভেবে পাচ্ছি না। জমিতে রোপণ এক ছটাক ধানও ঘরে তুলতে পারব না। সারা বছর পরিবার পরিজন নিয়ে কী খাব চিন্তায় আছি।’ 

নেত্রকোণা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান এ ব্যাপারে বলেন, ‘কৃষি অফিসারদেরকে এলাকায় পাঠানো হয়েছে। না দেখে কিছু বলা যাচ্ছে না। আমি নিজেও দেখে আসছি।’


 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়