মেঘনায় নিখোঁজ ৩ জেলের মরদেহ উদ্ধার
চাঁদপুর প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

চাঁদপুরের মেঘনায় নিখোঁজ ৩ জেলের মরদেহ উদ্ধার
চাঁদপুর (০৬ এপ্রিল): মাছ ধরতে গিয়ে ঝড়ে পড়ে চাঁদপুরে মেঘনা নদীতে নিখোঁজ হওয়া তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুইজনের মরদেহ মঙ্গলবার সকালে এপর অপরজনের মরদেহ সোমবারে উদ্ধার করা হয়।
নিহতরা হলেন— চাঁদপুর সদর উপজেলার গোবিন্দিয়া গ্রামের মোহাম্মদ আলী দেওয়ান, আলমগীর হাওলাদার ও মুনসুর আলী বেপারী।
চাঁদপুর সদর থানার ওসি আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রবিবারের ঝড়ে মেঘনায় পাঁচ জেলে নিখোঁজ হন। নৌপুলিশ তাদের মধ্যে তিনজনের লাশ হানারচরের মেঘনা নদী থেকে উদ্ধার করে।
এ বিষয়ে হানারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার রাঢ়ী জানান, নিষেধাজ্ঞা অমান্য করে রবিবার সন্ধ্যায় জেলেরা নদীতে জাটকা ধরতে নামেন। এরপর হঠাৎ ঝড় শুরু হলে তারা সবাই ঝড়ের মধ্যে পড়ে নদীতে ডুবে যায়। ঘটনার পর কয়েকজন জেলে নিখোঁজ হয়।