কক্সবাজারে তিন রোহিঙ্গার অগ্নিদগ্ধ লাশ উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

কক্সবাজারের উখিয়ায় তিন রোহিঙ্গার অগ্নিদগ্ধ লাশ উদ্ধার
কক্সবাজার (০২ এপ্রিল ২০২১): কক্সবাজারে অগ্নিদগ্ধ তিন রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডের সময় আটকে পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মৃতরা হলেন— উখিয়ার ১০নং রোহিঙ্গা ক্যাম্পের সৈয়দ আলমের ছেলে আনছার উল্লাহ (২১), রেজাবুলের ছেলে আয়াছ (২৩) ও মোস্তফার ছেলে ফরিদুল ইসলাম (২৪)। তারা উখিয়ার কুতুপালং বাজারের দোকানে কর্মচারী হিসেবে নিযুক্ত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার ভোররাত ৫টার দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজারে অগ্নিকা-ের ঘটে। এ সময় সাতটি কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়। উখিয়ার ফায়ার সার্ভিসের দমকল বাহিনী এ খবর পেলে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কক্সবাজারের উখিয়ার ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. ইমদাদুল হক এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, উখিয়ার কুতুপালং বাজারে আগুন লাগলে ফায়ার সার্ভিসের সদস্যরা তা জানতে পেরে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় দগ্ধ অবস্থায় তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণকারীরা রোহিঙ্গা দোকান কর্মচারী বলে শনাক্ত করা হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনার সূত্রপাত হয়েছে। অবশ্য, তদন্ত করলেই প্রকৃত ঘটনা কী ঘটেছিল তা নিশ্চিত করা যাবে।
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ জামিল আহমদ রাশেদুল ইসলাম এ অগ্নিকা-ের ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, এ ঘটনায় ফায়ার সার্ভিসের দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণ আনে। এবং সে সময় তিন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার হয়।