সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

অপেশাদার পুলিশের দরকার নেই: আইজিপি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:১২, ২ এপ্রিল ২০২১   আপডেট: ০১:১৬, ২ এপ্রিল ২০২১
অপেশাদার পুলিশের দরকার নেই: আইজিপি

ছবি: ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে প্রেস বিফ্রিংয়ে আইজিপি বেনজীর আহমেদ

ব্রাহ্মণবাড়িয়া (০১ এপ্রিল): মাইকিং করে পুলিশের আত্মরক্ষার কৌশলকে অপেশাদার আচরণ বলে উল্লেখ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। তিনি বলেছেন, অপেশাদার পুলিশের দরকার নেই।

বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

আইজিপি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা পুলিশ কেন নিয়ন্ত্রণ রাখতে পারেননি সেটা খতিয়ে দেখা হচ্ছে।  তিনি বলেন, যে তাণ্ডব চালানো হয়েছে এর নিন্দা জানানোর ভাষা আমার জানা নাই। আমি চাই সবার মাঝে শুভ বুদ্ধি উদয় হোক।

বেনজীর আহমেদ বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। চিহ্নিত করার পর তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  তিনি বলেন, 'ব্রাহ্মণবাড়িয়ায় ৫৭৪টি মাদরাসা রয়েছে। এলাকার লোকজনই এর খেদমত করছেন। এখন খেদমত করতে গিয়ে প্রতিশোধের শিকার হচ্ছেন।'

প্রেস ব্রিফিংয়ের শুরুতে প্রেস ক্লাব ও সুর সম্রাট আলাউদ্দিন সংগীতাঙ্গনকে অনুদান দেন আইজিপি। এর আগে তিনি ক্ষতিগ্রস্ত বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে দেখেন।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়