সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

দেশে পৌঁছেছে মেট্রোরেলের কোচ 

মংলা প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:৫৪, ১ এপ্রিল ২০২১  
দেশে পৌঁছেছে মেট্রোরেলের কোচ 

ছবি: মেট্রোরেলের কোচের প্রথম চালান মংলা বন্দরে পৌঁছেছে

মংলা (৩১ মার্চ): জাপান থেকে বাগেরহাটের মংলা বন্দরে এসে পৌঁছেছে মেট্রোরেলের কোচের প্রথম চালান। এসব কোচ নিয়ে ছেড়ে আসা জাহাজ ‘এমভি এসপিএম ব্যাংকক’ এখন মংলা বন্দরের প্রবেশের অপেক্ষায় রয়েছে।

বুধবার জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিমশিপ কো. লিমিটেডের মহাব্যবস্থাপক ওহিদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওহিদুজ্জামান বলেন, জাপানের কোবে বন্দর থেকে ৬টি কোচ নিয়ে জাহাজ ‘এমভি এসপিএম ব্যাংকক’ এখন মংলা বন্দরে ভেড়ার অপেক্ষায় রয়েছে। বুধবার বিকালেই এ জাহাজ পুরোপুরি মংলা বন্দরের জেটিতে ভিড়বে। পরে বন্দরের ৯ নম্বর ইয়ার্ডে কোচগুলো খালাস করা হবে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়