সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২১ রবিউল আউয়াল ১৪৪৭

রাউজানে অটোরিকশাকে ট্রাকের ধাক্কায় নিহত ৪

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:৫৯, ৩১ মার্চ ২০২১  
রাউজানে অটোরিকশাকে ট্রাকের ধাক্কায় নিহত ৪

ইনফোগ্রাফ: বিজনেস ইনসাইডার বাংলাদেশ

চট্টগ্রাম (৩১ মার্চ): চট্টগ্রামের রাউজানে একটি বালূবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৩টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান উপজেলার গশ্চি নয়াহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোরিকশাচালক রাঙ্গুনিয়া উপজেলার কর্ণফুলী পেপার মিল এলাকার আবুল কালামের ছেলে কামরুল ইসলাম (২৭), যাত্রী নোয়াখালীর হাতিয়ার লেদু মাঝির ছেলে সিরাজুল ইসলাম (৩৩), চট্টগ্রাম নগরীর চান্দগাঁও মোহরা এলাকার শাহ আলমের ছেলে মুহাম্মদ মোরশেদ (৩৮) ও রাঙ্গুনিয়ার মরিয়মনগর এলাকার লাল মিয়ার ছেলে মুহাম্মদ ইদ্রিস (৫৫)।

রাউজান থানার এসআই হুমায়ুন কবীর জানান, বুধবার ভোরে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও এর চালক ও সহকারী পলাতক রয়েছে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়