সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২১ রবিউল আউয়াল ১৪৪৭

ব্রাহ্মণবাড়িয়ায় ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না: ডিআইজি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:৪৪, ২৯ মার্চ ২০২১  
ব্রাহ্মণবাড়িয়ায় ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না: ডিআইজি

গ্রাফিক্স বিজনেস ইনসাইডার বিডি

ব্রাহ্মণবাড়িয়া (২৯ মার্চ): ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত কেউই ছাড় পাবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেন।

সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো পরিদর্শনে এসে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডিআইজি বলেন, সহিংসতার ঘটনায় পৃথক মামলা করা হবে। ২৬ মার্চের ঘটনায় ইতিমধ্যে তিনটি মামলা করা হয়েছে। পরবর্তী দুইদিনের ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। 

এই ঘটনায় পুলিশের ব্যর্থতা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটি খতিয়ে দেখা হবে। তদন্ত কওে প্রমাণ পাওয়া গেলে জড়িতদেও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার সকাল থেকে  ব্রাহ্মণবাড়িয়া  পৌরসভা, জেলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব, ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন, উপজেলা ভূমি অফিস, মুক্তমঞ্চসহ হামলায় ক্ষতিগ্রস্ত সব এলাকা পরিদর্শন করে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন ডিআইজি।

এ সময় তার সঙ্গে ছিলেন- অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন, জাহিদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সাঈদ প্রমুখ।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়