সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২১ রবিউল আউয়াল ১৪৪৭

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন চলাচল শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:৪৪, ২৯ মার্চ ২০২১   আপডেট: ২০:০৩, ২৯ মার্চ ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন চলাচল শুরু

ছবি: বাংলাদেশ রেলওয়ের লোগো

ব্রাহ্মণবাড়িয়া (২৯ মার্চ): ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর রোববার রাত ১০টার দিকেই ট্রেন চলাচল শুরু হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার শয়েব আহমেদ গণমাধ্যমকে বলেন, রোববার রাত ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে রোববার সকাল ৯টার দিকে হরতালে উত্তপ্ত পরিস্থিতির কারণে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল।

তিনি বলেন, রোববার সকাল ৮টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে মালবাহী একটি ট্রেন ছেড়ে যায়। এরপর সকাল ৯টায় সিলেটের উদ্দেশে পারাবত এক্সপ্রেস ছেড়ে যায়। এরপর থেকেই রুট দুটি বন্ধ ছিল।

রোববার সকাল ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসে ভাঙচুর চালানো হয়। রেললাইনের নাট-বল্টু খুলে নেওয়ার পাশাপাশি লাইনের ওপর কংক্রিটের স্ল্যাবও ফেলে রাখে হরতালকারীরা। আশুগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার মাঝখানে ১৮ নম্বর রেলসেতুতেও আগুন দেওয়া হয়। দুপুরের দিকে আশুগঞ্জ রেলস্টেশনে হরতালকারীরা জড়ো হয়। এ প্রেক্ষিতে সেখানে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। এই গোলযোগের মধ্যে বিভিন্ন স্থানে আটকা পড়েছিল বেশ কয়েকটি ট্রেন।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়