রোববার

১৪ সেপ্টেম্বর ২০২৫


৩০ ভাদ্র ১৪৩২,

২১ রবিউল আউয়াল ১৪৪৭

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে হামলা : ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:৫৩, ২৮ মার্চ ২০২১   আপডেট: ২১:১৭, ২৮ মার্চ ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে হামলা : ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ

ছবি: ব্রাহ্মণবাড়িয়ায় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে হামলা করছে হেফাজতের কর্মীরা। ছবিটি ভিডিও থেকে নেওয়া

ব্রাহ্মণবাড়িয়া (২৮ মার্চ): ব্রাহ্মণবাড়িয়ায়  সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়েছে হেফাজতে ইসলামীর কর্মীরা। এই ঘটনায় ট্রেনের ভেতরে থাকা অন্তত ১০ আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

হামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার শোয়েব আহমেদ। 

স্টেশন মাস্টার জানান, রবিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি রেলপথের ব্যাড়িকেডের কারণে দক্ষিণ পৈরতলা রেলগেটে থামে। এসময় হরতালকারীরা চারদিক থেকে ট্রেনটিকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে এবং ট্রেনের কাছাকাছি চলে আসে। পরে হরতালকারীরা ট্রেনের প্রতিটি বগিতে হামলা ও ভাঙচুর করে। 

পরিস্থিতি অবনতি হতে থাকায় ট্রেনটিকে পুশব্যাক করে ভৈরব রেলওয়ে জংশনে নেয়া হয়েছে। পরিস্থিতি শান্ত হলে কর্তৃপক্ষের নির্দেশ পাওয়ার পর পুনরায় ট্রেনটি চট্টগ্রামে উদ্দেশ্যে ছেড়ে যাবে। 

তিনি জানান, এই পরিস্থিতিতে আপাতত ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট এবং ঢাকা-নোয়াখালী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়