শনিবার

১৩ সেপ্টেম্বর ২০২৫


২৯ ভাদ্র ১৪৩২,

২০ রবিউল আউয়াল ১৪৪৭

২৭ ঘণ্টা পর কুষ্টিয়ার রেল যোগাযোগ সচল

কুষ্টিয়া সংবাদদাতা || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:৪৩, ৭ মার্চ ২০২১  
২৭ ঘণ্টা পর কুষ্টিয়ার রেল যোগাযোগ সচল

কুষ্টিয়ায় মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগির উদ্ধারকাজ

কুষ্টিয়া (০৬ মার্চ): কুষ্টিয়ার সঙ্গে চার জেলার রেল যোগাযোগ ২৭ ঘণ্টা পর ফের সচল হয়েছে। শনিবার বিকেল পৌনে ৫টার দিকে এ রুটের উদ্ধার কাজ শেষ হওয়ার পর রেল চলাচল শুরু হয় বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। শুক্রবার দুপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় রুটটি বন্ধ হয়ে গিয়েছিল।

রেলওয়ের পাকশী সাব-ডিভিশনাল প্রকৌশলী বীর বল জানান, ১২ ঘণ্টা চেষ্টা চালানোর পর লাইনচ্যুত চারটি বগি উদ্ধার করা হয়েছে। এরপর শুরু হয় আরও একটি বগি সরানোর কাজ। ১৭০ জন কর্মী টানা কাজ করেছেন।

দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে পুরোদমে কাজ করেছেন রেল বিভাগের কর্মীরা। ক্ষতিগ্রস্ত ইঞ্জিন ও বগি সরিয়ে নিয়ে লাইন মেরামত করার কাজ চালিয়েছেন। শনিবার বিকেল নাগাদ লাইন মেরামত শেষে রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হতে পারে বলে আগেই জানিয়েছিল রেল কর্তৃপক্ষ।

এদিকে এ ঘটনায় রেলের উপ-সহকারী প্রকৌশলী (পথ) সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার দুপুর ২টার দিকে কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার বড় স্টেশনের অদূরে মালবাহী একটি ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ট্রেনের লাইন দুমড়ে-মুচড়ে যায়। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়