শুক্রবার

১২ সেপ্টেম্বর ২০২৫


২৮ ভাদ্র ১৪৩২,

১৯ রবিউল আউয়াল ১৪৪৭

কিছুদিনের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের উদ্যোগ: আইনমন্ত্রী

ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি    || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:০৪, ৫ মার্চ ২০২১   আপডেট: ২১:২৬, ৫ মার্চ ২০২১
কিছুদিনের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের উদ্যোগ: আইনমন্ত্রী

ছবি: আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ফটো), বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ব্রাক্ষণবাড়িয়া (০৫ মার্চ): কিছুদিনের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে সাংবাদিকদেও এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পরে মন্ত্রী রেল স্টেশনের বাইরে এলাকাবাসীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে বলেন, আপনারা সবাই যদি শেখ হাসিনার সঙ্গে থাকেন তাহলে বাংলাদেশের ভবিষ্যত পাল্টে যাবে। আপনাদের সাহসে পদ্মা সেতু নিজেদের টাকায় করা হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্র বদলে গেছে। বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত। সবই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে।

এ সময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) মো. আবু সাঈদ, আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় শতাধিক সংগঠন ও ব্যক্তি ফুলেল শুভেচ্ছাসহ মন্ত্রীকে স্বাগত জানান। করোনা পরিস্থিতির মধ্যে মন্ত্রী প্রায় এক বছর পর আখাউড়ায় আসেন।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়