শুক্রবার

১২ সেপ্টেম্বর ২০২৫


২৮ ভাদ্র ১৪৩২,

১৮ রবিউল আউয়াল ১৪৪৭

রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ     

রাজশাহী ব্যুরো || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:৩৪, ২ মার্চ ২০২১  
রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ     

গ্রাফিক্স বিজনেস ইনসাইডার বিডি

রাজশাহী (ঢাকা ০১ মার্চ): বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে রাজশাহীর সকল রুটের যান চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার সকাল থেকে পর্যায়ক্রমে এই বাস চলাচল বন্ধ হয়ে যায়। একারণে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। 

মঙ্গলবার বিএনপির রাজশাহী বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রাজশাহীর পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের দাবি, বাস চলাচল করলে হামলার আশঙ্কা আছে। তাই শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বাস চলাচল সাময়িকভাবে বন্ধ কওে দেয়া হয়েছে।

রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বিজনেস ইনসাইডার বাংলাদেশ’কে জানান,  রাজধানীতে বিএনপির কর্মসূচিতে আমরা সংঘর্ষের ঘটনা দেখেছি। রাজশাহীর সমাবেশকে ঘিরে যদি এমন কিছু ঘটে তাহলে তো বাস মালিকদেরই ক্ষতি হবে। এই ক্ষতিপূরণ কেউ দেবে না। তাই নিজেদের ক্ষতি এড়াতে মালিকরা বাস চলাচল বন্ধ রেখেছেন। আশা করি মঙ্গলবার বিকেল থেকে স্বাভাবিক হয়ে যাবে।

তবে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন দাবি করেন, বগুড়ায় তাদের এক শ্রমিককে মারধর করা হয়েছে। মারধরকারীদেও গ্রেপ্তারের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করা হচ্ছে।

এদিকে রাজশাহী থেকে হঠাৎ বাস চলাচল বন্ধের কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। তারা অনেকেই কাউন্টারে এসে ফিরে যাচ্ছেন। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়