বৃহস্পতিবার

১১ সেপ্টেম্বর ২০২৫


২৭ ভাদ্র ১৪৩২,

১৮ রবিউল আউয়াল ১৪৪৭

শাহ আমানতে সাড়ে ১৭ কেজি সোনা উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:৫২, ২২ ফেব্রুয়ারি ২০২১  
শাহ আমানতে সাড়ে ১৭ কেজি সোনা উদ্ধার

ছবি: শাহ আমানতে সাড়ে ১৭ কেজি স্বর্ণ উদ্ধার

চট্টগ্রাম (২২ ফেব্রুয়ারি): চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে সাড়ে ১৭ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। ফ্লাইটটি আবুধাবী থেকে এসেছে।  

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও এনএসআই টিম যৌথভাবে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণ উদ্ধার করেন।

বিমানের সিটের নিচ থেকে  এবং পাঁচটি ভিন্ন ভিন্ন স্থান থেকে এসব সোনা উদ্ধার করা হয়।  

শাহ আমানতের ম্যানেজার উইং কমান্ডার মো. ফরহাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।  তিনি জানান, আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট েেসামবার সকাল সাড়ে ১০টায় অবতরণ করে। ওই ফ্লাইটে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ১৭ কেজি ৫০০ গ্রাম।  
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়