বৃহস্পতিবার

১১ সেপ্টেম্বর ২০২৫


২৭ ভাদ্র ১৪৩২,

১৮ রবিউল আউয়াল ১৪৪৭

বগুড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

বগুড়া প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:০৭, ২১ ফেব্রুয়ারি ২০২১  
বগুড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

ছবি: বগুড়ার শেরপুরে মুখোমুখি সংঘর্ষে এস আর পরিবহনের একটি বাসের সামনের অংশ দুমড়ে যায়

বগুড়া(২১ ফেব্রুয়ারি) : বগুড়ার শেরপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। এছাড়া আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

রবিবার ভোর ৫টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার কলেজ রোড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে বগুড়া অভিমুখী এসআর পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে বগুড়ার দিকে যাওয়ার সময় বিপরীতমুখী পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাস ও ট্রাকের চালকসহ ৬ জন মারা যান। আহত হন আরও অন্তত ১০ জন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কওে দেন। দুর্ঘটনার কারণে বগুড়া-ঢাকা মহাসড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

হাইওয়ে পুলিশের শেরপুর ফাঁড়ির ইনচার্জ বানিউল আনাম জানান, যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে বিপরীতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়