বৃহস্পতিবার

১১ সেপ্টেম্বর ২০২৫


২৭ ভাদ্র ১৪৩২,

১৭ রবিউল আউয়াল ১৪৪৭

২০৩০ সালের মধ্যে দেশের চেহারা পাল্টে যাবে: নৌপ্রতিমন্ত্রী 

সিলেট ব্যুরো || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:৩৪, ১৩ ফেব্রুয়ারি ২০২১  
২০৩০ সালের মধ্যে দেশের চেহারা পাল্টে যাবে: নৌপ্রতিমন্ত্রী 

শেওলা স্থলবন্দরের উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

সিলেট (১৩ ফেব্রুয়ারি): ২০৩০ সালের মধ্যে পুরো দেশের চেহারা পাল্টে যাবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে পরিকল্পিত উন্নয়নের কারণে দেশ এগিয়ে যাচ্ছে। এভাবে চললে দেশের চেহারাই পাল্টে যাবে। 

শনিবার সিলেটের বিয়ানীবাজারের দুবাগ ইউনিয়নের সীমান্তবর্তী শেওলা স্থলবন্দরের উন্নয়ন কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অতীতের সরকারের অপরিকল্পিত উন্নয়ন ভাবনা এবং প্রকল্পে লুটপাটের কারণে আমরা ক্রমশ: পিছিয়ে যাচ্ছিলাম। এখন প্রতিটি প্রকল্প স্বচ্ছভাবে পরিচালিত হওয়ায় উন্নয়ন কার্যক্রম ত্বরাণি¦ত হচ্ছে। 

তিনি আরো বলেন, রাজনীতি, উন্নয়ন, গণতন্ত্র একসঙ্গে চালাতে হবে। যা চালকের আসনে থেকে পরিচালিত করছেন শেখ হাসিনা। সব পর্যায়ে দুর্নীতি দূর করতে তিনি কঠোর অবস্থানে রয়েছেন। তার যোগ্য নেতৃত্বে করোনাকালীন এই কঠিন সময়েও বাংলাদেশের অর্থনীতি মজবুদ রয়েছে। কাগুজে তাালিকায় পড়ে থাকা এই বন্দর আধুনিকায়নের মাধ্যমে পুরো এলাকাকে বিনিয়োগ বান্ধব জনপদ হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া শুরু হবে। 

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কে এম তারিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত কাস্টমস কমিশনার রাশেদুল হাসান, সিলেটের জেলা প্রশাসক কাজি এম এমদাদুল ইসলাম, ইউএনও মৌসুমী মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) সুদীপ্ত রায় ও আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান খান। সিলেট জেলা আওয়ামী লীগ সদস্য মুহাম্মাদ জাকির হুসেন, বিয়ানীবাজার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, প্রমুখ।

১২৪ কোটি টাকা ব্যয়ে শেওলা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ রুপ দেয়া হচ্ছে। নৌ পরিবহন মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ এই প্রকল্প বাস্তবায়ণ করছে। বাংলাদেশ রিজিওনাল কানেকটিভিটি প্রজেক্ট-১ এর আওতায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রকল্পের কাজ শুরু হয়েছে। আগামি ২ বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হতে পারে বলে মনে করা হচ্ছে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়