বুধবার

১০ সেপ্টেম্বর ২০২৫


২৬ ভাদ্র ১৪৩২,

১৭ রবিউল আউয়াল ১৪৪৭

রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের শীতবস্ত্র বিতরণ

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:৩৩, ১০ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ২৩:৩৫, ১০ ফেব্রুয়ারি ২০২১
রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের শীতবস্ত্র বিতরণ

শীতবস্ত্র ও কম্বল বিতরণ করছে রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচ, ছবি: রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচ

ঢাকা (১০ ফেব্রুয়ারি): সম্প্রতি অসহায়, এতিম ও শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেছে রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচ।

চট্টগ্রামের মুরাদপুর এলাকার একটি এতিমখানাসহ নগরীরর বিভিন্ন স্থানে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নগরীর মুরাদপুর, দুই নং গেইট, গোল পাহাড় ও কাজীর দেউরীসহ বিভিন্ন এলাকায় রাস্তায় থাকা হত দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। একই সঙ্গে আগামীতে নগরীর বিভিন্ন স্থানে ভাসমান মানুষদের মাঝে খাবার, কাপড় ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন নুরুল কুদ্দুছ তরু, মহিউদ্দিন খন্দকার, মোরশেদ আলম, কামাল উদ্দিন, সেলিম, জামাল উদ্দিন ও সেলিম উদ্দিন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়