বৃহস্পতিবার

০৪ সেপ্টেম্বর ২০২৫


২০ ভাদ্র ১৪৩২,

১১ রবিউল আউয়াল ১৪৪৭

চসিক নির্বাচন: নগরজুড়ে বিজিবির টহল শুরু

চট্টগ্রাম ব্যুরো || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:২০, ২৬ জানুয়ারি ২০২১  
চসিক নির্বাচন: নগরজুড়ে বিজিবির টহল শুরু

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম (২৬ জানুয়ারি): চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনকে ঘিরে নগরজুড়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল শুরু হয়েছে। মোতায়েন করা হয়েছে বাহিনীর ২৫ প্লাটুন সদস্য। সোমবার রাত থেকে বিজিবির গাড়িগুলো বন্দর নগরীর বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম শুরু করেছে। খবর ইউএনবি।

প্রশাসন সূত্র জানায়, বুধবার হতে যাওয়া নির্বাচনকে সামনে রেখে মোতায়েন করা বিজিবির মধ্যে ২২ প্লাটুন দায়িত্ব পালন করবে চসিক এলাকায়। তিন প্লাটুন থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে। প্রতি প্লাটুনে ১৬ জন করে বিজিবি সদস্য আছেন।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (মেট্রো) সুমনী রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, 'নির্বাচন কমিশন থেকে জারি হওয়া পরিপত্র অনুযায়ী শহরে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা রিটার্নিং অফিসারের কার্যালয় এবং জেলা প্রশাসনে রিপোর্ট করে টহল দিতে শুরু করেছেন।'

তিনি জানান, বিজিবি সদস্যদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তত্ত্বাবধান করবেন। নির্বাচনের পরদিন বৃহস্পতিবার পর্যন্ত বিজিবি নগরীতে দায়িত্ব পালন করবে। এদিকে, নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় নয় হাজার পুলিশ সদস্য কাজ করছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

বহুল প্রতীক্ষিত চসিক নির্বাচনে কাল ২৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে মেয়র পদে লড়ছেন সাতজন। কাউন্সিলর পদে আছেন ১৭২ জন।

আচরণবিধি অনুযায়ী সোমবার মধ্যরাতের পর থেকে সব ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ হয়ে গেছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা রবিবার জানিয়েছিলেন যে চসিক নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই।

তিনি বলেন, 'সেনা মোতায়েনের প্রয়োজনীয়তা আমরা অনুভব করছি না। তবে ভোটকেন্দ্রে ইভিএম মেশিন পাহারায় সশস্ত্র পুলিশ থাকবে।'

চট্টগ্রামে সার্কিট হাউসে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নূরুল হুদা আরও বলেন, 'নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা যেন না থাকে। এর মধ্যেই চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে হতাহতের ঘটনা ঘটেছে, এটা কাম্য হতে পারে না।'

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়