মঙ্গলবার

১১ নভেম্বর ২০২৫


২৭ কার্তিক ১৪৩২,

২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

গাজীপুরে আগুনে ৪ জনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:২৮, ১১ জানুয়ারি ২০২১   আপডেট: ২০:২১, ১১ জানুয়ারি ২০২১
গাজীপুরে আগুনে ৪ জনের মৃত্যু

ফাইল ছবি

গাজীপুর (১১ জানুয়ারি): গাজীপুরের কালিয়াকৈরে আগুনে পুড়ে এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলার কালামপুর পূর্বপাড়া নব্বই কলোনির এ আগুনে আহত হয়েছেন অন্তত ২০ জন। পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ৫০টির মতো বসতঘর।

নিহতদের মধ্যে দু’জনের নাম জানা গেছে, তারা হলেন- মুন্নি ও মিলন।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, ভোর ৫টার দিকে কালামপুর পূর্বপাড়া নব্বই কলোনিতে আগুন লাগে। এ খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, রান্না করার গ্যাস সিলিন্ডার থেকে এ অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ কলোনিতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা ভাড়ায় বাস করতেন।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়