সোমবার

১০ নভেম্বর ২০২৫


২৬ কার্তিক ১৪৩২,

১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

ভাস্কর্য অবমাননার মূল পরিকল্পনাকারী বিএনপি: ওবায়দুল কাদের

নওগাঁ প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:৪০, ১৯ ডিসেম্বর ২০২০  
ভাস্কর্য অবমাননার মূল পরিকল্পনাকারী বিএনপি: ওবায়দুল কাদের

ছবি: ফাইল ফটো

ঢাকা(১৯ ডিসেম্বর): সারাদেশে ভাস্কর্য অবমাননার মূল পরিকল্পনাকারী বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

তিনি বলেন, দেশে মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করা হলেও বিএনপি প্রকাশ্যে কোনো কথা বলার সাহস দেখাতে পারেনি। বর্তমানে দেশে নয়, বিএনপির রাজনীতিতেই ভয়াবহ দুর্দিন চলছে। তথাকথিত একদলীয় শাসনের অবসান ঘটাতে ঐক্যবদ্ধ হওয়ার যে ডাক বিএনপি দিচ্ছে প্রকৃতপক্ষে তা উন্নয়ন ও স্বাধীনতাবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করার অপচেষ্টামাত্র। 

শনিবার উপজেলার প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকালে নওগাঁর মান্দা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। 

যথা সময়ে সম্মেলন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সম্মেলন যথা সময়ে না করলে সংগঠনের মধ্যে ট্রাফিক জ্যাম শুরু হয়। তাই জেলার নেতৃবৃন্দকে যথা সময়ে সম্মেলনগুলো অনুষ্ঠিত করার বিষয়ে জোর তাগিদ  দেন তিনি। 

মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোল্লা এমদাদুল হকের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, ইমাজ উদ্দিন প্রামানিক এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, শহিদুজ্জামান সরকার এমপি, আনোয়ার হোসেন হেলাল এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা প্রমুখ।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়