শনিবার

০৪ মে ২০২৪


২১ বৈশাখ ১৪৩১,

২৪ শাওয়াল ১৪৪৫

বাংলাদেশকে ২০ লাখ ডোজ টিকা দেবে ফ্রান্স

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১২:২৪, ১০ নভেম্বর ২০২১  
বাংলাদেশকে ২০ লাখ ডোজ টিকা দেবে ফ্রান্স

ছবি: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন

ঢাকা (১০ নভেম্বর): করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশকে ২০ লাখ ডোজ টিকা উপহার দেয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বুধবার এ তথ্য জানিয়েছেন। খবর ইউএনবি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এবং  প্রধানমন্ত্রী জিন কাস্টেক্সের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেয়া হয়।

প্যারিস থেকে এক বার্তায় তিনি বলেন, ‘রিয়াদে আমাদের রাষ্ট্রদূত জানিয়েছেন যে বাদশাহ সালমান ত্রাণ তহবিল থেকে অ্যাস্ট্রাজেনেকা টিকার ১৪ লাখ ৯৯ হাজার ২৭০ ডোজ বাংলাদেশকে দেবে।’

ড. মোমেন বলেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে টিকার এই ডোজ ঢাকায় পৌঁছবে।

এদিকে পোল্যান্ড বাংলাদেশকে বিনামূল্যে ৩৩ লাখ অ্যাস্ট্রাজেনেকার ডোজ দেবে বলে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।

শিগগিরই এই টিকা দেশে আসবে বলে ড. মোমেন আশা প্রকাশ করেন।

 

Walton

সর্বশেষ