শুক্রবার

২৬ এপ্রিল ২০২৪


১৩ বৈশাখ ১৪৩১,

১৭ শাওয়াল ১৪৪৫

ইউক্রেনের অলভিয়া বন্দরে বাংলাদেশি জাহাজে বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:৪৮, ২ মার্চ ২০২২   আপডেট: ১৩:৩৮, ৩ মার্চ ২০২২
ইউক্রেনের অলভিয়া বন্দরে বাংলাদেশি জাহাজে বিমান হামলা

বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’

বুধবার ইউক্রেনের স্থানীয় সময় বিকেল সোয়া পাঁচটার দিকে এ হামলা ঘটে বলে জানা গেছে। 

গত ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে জাহাজটি পৌঁছায়। এরই মধ্যে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালানোর পর সেই জলসীমান জাহাজ চলাচলে ঝুঁকির কারণে এমভি বাংলার সমৃদ্ধি বন্দরটিতে আটকা পড়ে। 

জাহাজে বাংলাদেশের ২৯ জন নাবিক রয়েছেন বলেও জানা গেছে।  

বিমান হামলায় জাহাজটিতে আগুন ধরে গেছে এবং এতে একজন বাংলাদেশি প্রকৌশলী নিহত হয়েছেন। অন্যরা অক্ষত আছেন। 

Kurds Global  নামের একটি ফেইসবুক পেইজে পোস্ট করা একটি ভিডিওতে জাহাজটিতে বিস্ফোরণ ও আগুন লাগার দৃশ্য দেখা গেছে।

ভিডিও পোস্ট করে কুর্দস গ্লোবাল এ লেখা হয়েছে, "ইউক্রেনের অলিভিয়া বন্দরের কাছে বাংলাদেশের পতাকাবাহী বাংলাদেশি জাহাজে বোমা বর্ষণ করেছে রুশ যুদ্ধজাহাজ।"

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়