শনিবার

১১ মে ২০২৪


২৮ বৈশাখ ১৪৩১,

০৩ জ্বিলকদ ১৪৪৫

তিউনেশিয়ায় ডুবে যাওয়া নৌকা থেকে বাংলাদেশিসহ ৪৩ অভিবাসী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০৪:২৮, ৪ জুলাই ২০২১  
তিউনেশিয়ায় ডুবে যাওয়া নৌকা থেকে বাংলাদেশিসহ ৪৩ অভিবাসী উদ্ধার

ছবি: সংগৃহীত

ঢাকা (০৩ জুলাই): তিউনেশিয়ার উপকূলে বাংলাদেশিসহ ৪৩জন অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে গেছে। তবে নিউনেশিয়ার নৌবাহিনী তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

শনিবার তিউনেশিয়ার রেড ক্রিসেন্টের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে অভিবাসীরা লিবিয়ার জুওয়ারা বন্দর থেকে নৌকায় করে যাত্রা করেছিল।

রেড ক্রিসেন্ট জানিয়েছে, সোমবার রাতে যাত্রা শুরু করা যাত্রীবাহী ওই নৌকায় মিশর, সুদান, ইরিত্রিয়া এবং বাংলাদেশের অধিবাসী ছিলেন। নৌকার ইঞ্জিন বসে যাওয়ার পর নৌকাটি ডুবে যায়।

তিউনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তিউনিসিয়ান মাছ ধরার বন্দর জারজিসের কাছ থেকে উদ্ধার অভিবাসীদের বয়স তিন থেকে ৪০ বছরের মধ্যে।

স্থানীয় রেডিও জানিয়েছে, তিউনেশিয়ার রেড ক্রিসেন্ট উদ্ধার হওয়া অভিবাসীদের খাবার এবং পানীয় দিয়েছে সেই সঙ্গে কোভিড পরিস্থিতিতে তাদের থাকার জায়গার সন্ধান করছে।

তিউনিসিয়ার নৌবাহিনী আরও ৮৮ অভিবাসীকে উদ্ধার করেছে বলে তিউনেশিয়ার রেড ক্রিসেন্টের প্রধান মঙ্গি স্লিম জানিয়েছেন।

গ্রীষ্মের এ সময়ে অভিবাসীদের মধ্যে উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাবার চেষ্টা বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।

ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পৌঁছানোর ক্ষেত্রে অনেক দেশের অভিবাসীদের কাছে লিবিয়া এখন মূল ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। এর পাশাপাশি তিউনেশিয়াও এখন ট্রানজিটের অন্যতম প্রধান কেন্দ্রস্থল হয়ে উঠেছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়